ইন্দোনেশিয়ায় ব্যাপক জনপ্রিয় সহিংস অনলাইন গেম ‘পাবজি’কে হারাম ঘোষণা করে ফতোয়া জারি করেছে একটি মুসলিম গোষ্ঠী। তারা বলছে, গেমটি ইসলামকে অপমান করে এবং আসক্ত খেলোয়াড়দের হিংস্র করে তোলে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
সহিংসতায় উসকানির কারণে ইরাক ও নেপাল পাবজি নিষিদ্ধ করার পর রক্ষণশীল আচেহ প্রদেশে জারি করা হলো ধর্মীয় ফতোয়া। ভারতের গুজরাটও এটি নিষিদ্ধ করেছে।
আচেহ উলমা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান ফয়সাল আলী বলেন, "আমাদের ফতোয়া মতো পাবজি এবং অন্যান্য অনুরূপ গেমগুলি হারাম কারণ তারা সহিংসতা শুরু করতে পারে"।
তিনি এএফপিকে আরও বলেন, "এটি ইসলামকেও অপমান করে এবং মানুষের আচরণ পরিবর্তন করে ফেলে"।
বিডি প্রতিদিন/কালাম
 
                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        