২০ আগস্ট, ২০১৯ ২১:৩৯

সীমান্তে উত্তেজনা চরমে, পাকিস্তানি সেনার গুলিতে ভারতীয় সেনা নিহত

অনলাইন ডেস্ক

সীমান্তে উত্তেজনা চরমে, পাকিস্তানি সেনার গুলিতে ভারতীয় সেনা নিহত

ভারতীয় সেনা

ফের আইন লঙ্ঘন করে জম্মু-কাশ্মীরের কৃষ্ণঘাঁটি সীমান্তে পাকিস্তানি সেনাদের গুলিতে রবিরঞ্জন কুমার সিং (৩৬) নামে ভারতীয় এক সেনা নিহত হয়েছেন। এতে আহত হয় আরো চার ভারতীয় সেনা। ভারতের বিহার রাজ্যের বাসিন্দা রবিরঞ্জন সেনাবাহিনীর নায়েক পদে কর্মরত ছিলেন। এ নিয়ে চার দিনের মধ্যে দুই ভারতীয় সেনা সদস্য নিহত হলেন। আজ মঙ্গলবারের এ ঘটনায় আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। খবর দ্য ওয়াল এর।

ভারতীয় সেনা সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টা নাগাদ হঠাৎ করেই পুঞ্চ-এর কৃষ্ণাঘাটি লক্ষ্য করে গুলি চালানো শুরু করে পাকিস্তানি সেনা। অত্যাধুনিক অস্ত্র দিয়ে গুলি চালানোর পাশাপাশি মর্টার শেলও ছোঁড়া হয়। এই গুলির আঘাতেই এক ভারতীয় সেনা নিহত হয়। আরও চারজন আহত হয়েছেন। আহতদের সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এতে প্রথমে কিছুটা হতভম্ব হয়ে গেলেও পরে জবাব দেয় ভারতীয় সেনা। প্রায় সন্ধ্যা পর্যন্ত এই গুলির লড়াই চলে বলে জানানো হয়েছে ভারতীয় সেনার পক্ষ থেকে। 

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর