ভারতে নিযুক্ত প্রাক্তন পাকিস্তান রাষ্ট্রদূত আবদুল বাসিত সোমবার টুইটারে লেখেন, অনন্তনাগের বাসিন্দা ইউসুফ…পেলেটের আঘাতে নিজের দৃষ্টিশক্তি হারিয়েছেন…এবার সবাই প্রতিবাদ সরব হন।
কিন্তু তিনি ইউসুফের ছবি হিসেবের যার ছবি ব্যবহার করেছিলেন তিনি হলেন পর্নস্টার জনি সিনস। তাকে কাশ্মীরের বাসিন্দা ‘ইউসুফ’ মনে করেছিলেন আবদুল বাসিত। সেজন্যই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র সমালোচনা। বাসিতের লেখাটি রিটুইট করেন সাংবাদিক মাইলা ইনায়াত। টুইটারে তিনি লেখেন, পর্নস্টার জনি সিনসকে কাশ্মীরের নাগরিক ভেবে ভুল করেছেন প্রাক্তন পাক রাষ্ট্রদূত আবদুল বাসিত।
ভারত সরকার কাশ্মীর থেকে ৩৭০ ধারার বিলুপ্তি ঘটানোর পরেই ক্ষুব্ধ পাকিস্তান। এ নিয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক পর্যায়ে একাধিকবার অভিযোগ জানিয়েছে ভারতের প্রতিবেশী দেশটি।
বিডি প্রতিদিন/ফারজানা