বুধবার সকালে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করল ভারতীয় সেনা। পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মুহাম্মদ ও লস্কর-ই-তৈবা ভারতে ভয়াবহ হামলার পরিকল্পনা করছে বলে তথ্য প্রকাশ করা হয়েছে। ভারতীয় সেনার হাতে অনুপ্রবেশকারী দুই লস্কর-ই-তৈবা’র জঙ্গি ধরা পড়েছে বলে দাবি করা হয়েছে।
জানা গেছে, আটক দু’জন পাকিস্তানের বাসিন্দা বলে স্বীকার করেছে। পাশাপাশি, এদের জিজ্ঞাসাবাদ করে উদ্ধার হয়েছে গুরুত্বপূর্ণ তথ্য। বুধবার সকালে সেনার পক্ষ থেকে এ নিয়ে একটি চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওতে ওই দুই জঙ্গি অনুপ্রবেশের কথা স্বীকার করে নিয়েছে। এরই সাথে কাশ্মীরে ভয়াবহ হামলার পরিকল্পনা ছিল বলেও জানিয়েছে তার। বুধবার সকালে জম্মু কাশ্মীর পুলিশের সঙ্গে একযোগে এক সাংবাদিক বৈঠক করে ভারতীয় সেনা।
সেই সাংবাদ সম্মেলনে ভারতীয় সেনাবাহিনী জানায়, লস্কর ই তৈবা’র এই দুই জঙ্গিকে অগাস্ট মাসের ২২ ও ২৩ তারিখ গভীর রাতে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকেই হামলার পরিকল্পনার কথা জানা যায়। পাকিস্তান কাশ্মীরে অশান্তি ছড়ানোর পেছনে রয়েছে বলেও জানানো হয়।
শ্রীনগরে কমাণ্ডার লেফটেন্যান্ট জেনারেল কেজিএস ধিঁলো এবং জম্মু কাশ্মীর পুলিশ প্রধান মুনির খাঁ যৌথ সাংবাদিক বৈঠক করেন এদিন। লেফটেন্যান্ট জেনারেল কেজিএস ধিঁলো জানান, কাশ্মীরে অশান্তি ছড়াতে মরিয়া হয়ে উঠেছে পাকিস্তান। যত বেশি সংখ্যক পারছে অনুপ্রবেশকারী ভারতের সীমান্তে পাঠানো হচ্ছে। আটক দুই জঙ্গি খলিল আহমেদ ও মোজাম খোকা পাকিস্তানের নাগরিক সীমান্ত পেরিয়ে বারামুল্লা সেক্টরে ঢোকার চেষ্টা করে। সূত্র : কলকাতা ২৪x৭।
বিডি-প্রতিদিন/শফিক