ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ও ভারতবাসী হুমকি দিলেন পাকিস্তানি পপ গায়িকা রবি পিরজাদা। ৫০ সেকেন্ডের এক ভিডিওতে দেখা যাচ্ছে, রবির হাতে রয়েছে একটি সাপ, সামনে রয়েছে আরও একটি সাপ এবং একটি কুমির। নিজের টুইটার হ্যান্ডেল থেকে এই ভিডিও শেয়ার করে রবি পিরজাদা লিখছেন, 'মোদির বিরুদ্ধে একটা কাশ্মীরি মেয়ে তৈরি করছি। তবে আর যাই হোক ওই লোকটাকে জাহান্নামে যেতেই হবে। আর তার মতো বাকি লোকগুলোকেও যেতে হবে জাহান্নামে!'
সেই ভিডিওতে পপ গায়িকা রবিকে বলতে শোনা গেছে, কাশ্মীরি নারী ভারতের জন্য সাপ নিয়ে তৈরি। তার সামনে সেই মুহূর্তে কিলবিল করছে সাপ। রয়েছে একটি কুমিরও। সেই ভিডিওতে তিনি আরও বলছেন যে, আমার কাছে মোদির জন্য অনেক উপহার রয়েছে। মোদি তুমি কাশ্মীরিদের খুব বিরক্ত করছো না? দেখ আমি তোমার জন্য কী তৈরি করেছি। জাহান্নামে গিয়ে মরার জন্য তৈরি হও। আর এই যে আমার এই বন্ধুগুলো দেখছো না, এরা সবাই তোমার সঙ্গে পিকনিক করতে আসছে।' এ গুলো শেষে তিনি একটা গান করেন। সূত্র : এই সময়।
বিডি-প্রতিদিন/শফিক