পাকিস্তানের ইতিহাসে প্রথমবার ঘটল এমন ঘটনা। ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে উত্তেজনা ক্রমেই বাড়ছে। তার মধ্যেই এবার পাকিস্তানের সিন্ধ প্রদেশের ইতিহাসে প্রথমবার পুলিশবাহিনীতে যোগ দিলেন এক হিন্দু নারী। যা একইসঙ্গে পাকিস্তানের ইতিহাসে প্রথমবার। পুষ্পা কোহলি নামে ঐ হিন্দু নারী যোগ দিলেন সিন্ধ প্রদেশের অতিরিক্ত সাব-ইন্সপেক্টর অর্থাৎ ASI পদে।
পাকিস্তানের সমাজকর্মী কপিল দেব তার টুইটারে জানান, পুষ্পা কোহলি প্রথম হিন্দু নারী যিনি প্রাদেশিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, এবং সিন্ধ প্রদেশে অতিরিক্ত সাব-ইন্সপেক্টর অর্থাৎ ASI পদে নিযুক্ত হয়েছেন। এর আগে, গত জানুয়ারি মাসে সুমন পওয়ান বোদানি পাকিস্তানের হিন্দু পরিবারের সদস্য নিযুক্ত হন বিচারক পদে। তিনি বলে ছিলেন, সিন্ধ প্রদেশে ব্যাপক অনুন্নয়নের পরেও হিন্দুরাই পাকিস্তানের প্রশাসনিক ক্ষেত্রে বৃহৎ নির্ণায়ক সম্প্রদায়। পাকিস্তান সরকার সূত্রে প্রকাশিত এক তথ্য দেখা গেছে, প্রায় ৭৫ লক্ষ হিন্দু পাকিস্তানে বসবাস করেন। যার বেশির ভাগ অংশই বসবাস করেন সিন্ধ প্রদেশে।
বিডি-প্রতিদিন/শফিক