মিশরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ছোট ছেলে আব্দুল্লাহ মুরসি (২৪) গতকাল বৃহস্পতিবার কায়রোর একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
মুরসির পরিবার বিষয়টি নিশ্চিত করলেও এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় এখনো এ ঘটনায় কোনো মন্তব্য করেনি।
মিশরের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মুরসি গত জুনে মারা যান। 'রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত' অভিযোগে বিচার চলাকালে আদালতেই মুরসি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ক্ষমতায় আসার এক বছরের মাথায় সামরিক অভ্যুথানের মাধ্যমে মুরসিকে ক্ষমতাচ্যুত করেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট আবদেল-ফাত্তাহ আল-সিসি।
সূত্র: আন্দালু এজেন্সি
বিডি প্রতিদিন/ফারজানা