ভারতের পাঞ্জাবের গুরুদাসপুরে অবৈধ আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২৭ জন। খবর এনডিটিভির।
ধংস্তুপের ভেতর বহু মানুষের আটকে পড়ার আশঙ্কা রয়েছে।
আইজি (বর্ডার রেঞ্জ) এসপিএস পারমের জানিয়েছেন, গুরুদাসপুরের বাটালা এলাকায় স্থানীয় বুধবার বিকাল ৪ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, কারখানাটি সম্পূর্ণ ধংস হয়ে যায় এবং আশপাশের বাড়িগুলোও ক্ষতিগ্রস্ত হয়।
সংবাদসংস্থা পিটিআইয়ের খবর, কাঁচের জানালা ভেঙে পড়ে, এবং দুটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
এক প্রত্যক্ষদর্শীর বরাতে পিটিআই জানায়, বিস্ফোরণে ফলে একটি গাড়ি নর্দমায় পড়ে যায়। কয়েক কিলোমিটার এলাকাজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।
বাটালার বাসিন্দা রাজপাল খোক্কার বলেন, “যখন আমি বিস্ফোণের তীব্র শব্দ শুনি, আমি পড়ে যাই। যখন আমার জ্ঞান আসে, আমি দেখি হাসপাতালে রয়েছি”।
এরই মধ্যে, বিস্ফোরণের ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী।
বিডি প্রতিদিন/কালাম