ফেসবুকের গোপনীয়তার ত্রুটি নিয়ে মার্কিন নাগরিকদের মিথ্যা বলায় মার্ক জুকারবার্গের কারাদণ্ড হওয়া উচিত বলে মত দিয়েছেন মার্কিন সিনেটর রন ওয়াইডেন।
উইলিয়ামেট উইক নামের একটি সাপ্তাহিক সংবাদপত্রকে দেয়া এক সাক্ষাৎকারে ওয়াইডেন বলেন, গোপনীয়তার বিষয়ে জুকারবার্গ বারবার মার্কিন নাগরিকদের মিথ্যা বলে এসেছেন। আমি মনে করি তাকে ব্যক্তিগতভাবে দায়ী করা উচিত, যার মধ্যে আর্থিক জরিমানা থেকে শুরু করে অন্যান্য সব কিছু থাকবে, আমি এটি জোর দিয়ে বলছি কারাদণ্ডের সম্ভাবনা আছে কি না তাও দেখা উচিত। কারণ তিনি অনেক মানুষের ক্ষতি করেছেন। আর এটির জন্য বিধানও রয়েছে, যদি প্রতিষ্ঠান প্রধান নির্বাহী ও প্রথম সারির কর্মকর্তারা আর্থিক বিষয়ে মিথ্যা বলেন, তাকে ব্যক্তিগতভাবে দায়ী করা যেতে পারে।
২০১৮ সালে কনজিউমার ডেটা প্রোটেকশন অ্যাক্ট নামে একটি বিল পাস করায় ভূমিকা রেখেছেন সিনেটর ওয়াইডেন। এতে বলা হয়েছে, যে প্রতিষ্ঠানগুলো গ্রাহকের গোপনীয়তা নীতিমালা অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এতে আরো বলে হয় নির্বাহী কর্মকর্তাদের ২০ বছর কারাদণ্ড এবং ৫০ লাখ মার্কিন ডলার পর্যন্ত জরিমানা করা হতে পারে।
বিডি প্রতিদিন/ফারজানা