ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে অবস্থানরত বিদেশি সাংবাদিকদের সেখান চলে যাওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার।
এখন থেকে কতৃপক্ষের অনুমতি ব্যতিত ওই রাজ্যে আর কোনও বিদেশি সাংবাদিক প্রবেশ করতে পারবেন না। খবর সাবরাং ইন্ডিয়ার।
তবে হিন্দু বিজনেস লাইন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, বিদেশি সাংবাদিকদের ওপর কোনও ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি।
তবে আসাম যেতে হলে এবার থেকে বিদেশি সাংবাদিকদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সেই অনুমতি দেওয়ার আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবে।
৩১ আগস্ট আসামের জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) প্রকাশের আগে এত কড়াকড়ি ছিল না।
বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সরকারিভাবে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, ভারতে রয়েছেন অথবা নেই এমন যেকোনও বিদেশি সাংবাদিককে আসামে যেতে হলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আগাম অনুমতি নিতে হবে। প্রয়োজনীয় সেই অনুমতি দেওয়ার আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় ঘরোয়াভাবে কথা বলবে। তবে আসামকে সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয়নি।
এদিকে, সাবরাং ইন্ডিয়া জানিয়েছে, সম্প্রতি আসামে সংবাদ সংগ্রহ করতে গেলে দ্য ওয়ার এজেন্সি ও এপি’র দুই বিদেশি সাংবাদিককে ধরে বিমানবন্দরে নিয়ে তাৎক্ষণিকভাবে পরবর্তী ফ্লাইটে ফেরত পাঠায় আসাম পুলিশ।
বিডি প্রতিদিন/কালাম