কাশ্মীরের উপর থেকে স্পেশ্যাল স্ট্যাটাস তুলে নেওয়ার বিষয়ে ফের মুখ খুললেন ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল বিপিন রাওয়াত। তিনি বলেছেন, আমরা শান্তি চাই। তবে পাকিস্তানের যে কোনো হুমকি মোকাবিলার জন্য আমরা প্রস্তুত। যদি তারা ব্যাট ( বর্ডার অ্যাকশন টিম ) অ্যাকশন চায়, তার জন্যও তৈরি। যদি পাকিস্তান যুদ্ধ চায়, তাহলে বসে থাকবে না ভারত।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জেনারেল রাওয়াত বলেন, যে সময়ে কাশ্মীরের উপর থেকে স্পেশ্যাল স্ট্যাটাস তুলে নেওয়া হয় সেটা একদম ঠিক ছিল। কারণ আন্তর্জাতিক মহলে ক্রমশ কোণঠাসা হতে থাকা পাকিস্তান তখন যথেষ্ট চাপের মধ্যে ছিল। তাই কাশ্মীরে যে কোনও মুহূর্তে ফের একটা অশান্তি শুরু হতে পারত। আমি সরকারকে জানিয়েছিলাম, এই সিদ্ধান্তের পর উপত্যকার শান্তি বজায় রাখতে সেনা সরকারকে সাহায্য করবে।
জম্মু-কাশ্মীরে অস্থির পরিবেশ ছেড়ে শান্তির পরিবেশ ফিরিয়ে আনার পক্ষেও সওয়াল করেছেন জেনারেল রাওয়াত। তিনি বলেন, ৩০ বছর ধরে ওখানে অস্থিরতা রয়েছে। আমি আবেদন করছি, অস্থিতিশীলতা বন্ধ করে শান্তির পরিবেশ তৈরি করুন। আমরা জঙ্গিদের পিছনে দৌঁড়ায় না। কারণ আমরা চাই না গুলির লড়াই উপত্যকার পরিবেশ নষ্ট করুক। আমরাও চাই না, সবসময় তল্লাশি অভিযান চালাতে। কিন্তু এক হাতে তালি বাজে না। তাই নতুন প্রজন্মের কথা ভেবে বন্দুক নামিয়ে রাখুন। সূত্র : দ্য ওয়াল।
বিডি-প্রতিদিন/শফিক