গাড়ি চালু না হওয়ায় নিজের শখের গাড়িকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিলেন ওই গাড়ির মালিক। পাশে দাঁড়িয়ে সেই ছবি মোবাইলে ভিডিও করলেন করলেন তারই এক বন্ধু। গত ২ সেপ্টেম্বর ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাট রাজ্যের রাজকোটে। গ্রেপ্তার করা হয়েছে ওই গাড়ির মালিক ইন্দ্রজিৎ সিং জাদেজা ও তার বন্ধু নিমেষ গোহেলকে।
দাউদাউ করে গাড়ি জ্বলার সেই ভিডিওটি ভিডিও শেয়ারিং সোশ্যাল মিডিয়া টিকটক-সহ সামাজিক যোগাযোগের মাধ্যমে ছেড়ে দেয়া হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, গলায় সোনার চেইন পরিহিত এক ব্যক্তি তার নিজের গাড়িতে পেট্রোল ঢালছেন এবং তার পরেই জ্বলন্ত দেশলাইয়ের কাঠি ছুড়ে দিয়েছেন।
পুলিশ জানায়, গত ২ সেপ্টেম্বর অটো যন্ত্রাংশের ব্যবসায়ী জাদেজা তার গাড়িটি নিয়ে বের হন। এরপর রাজকোটের ব্যস্ততম কোঠারিয়া রোডের উপর রাখা গাড়িটিকে একাধিকবার চেষ্টা করেও চালু করতে পারছিলেন না। স্বভাবতই বিরক্তবোধ করেন জাদেজা। এ সময় তার সঙ্গে থাকা বন্ধু নিমেষকে জানান সে ওই গাড়িতে অগ্নিসংযোগ ঘটাবেন। জাদেজার কথা শুনে কিছুটা হতবাক হয়ে পড়েন নিমেষ। তিনি জানতে চান সত্যিই জাদেজা এমনটি করতে চান কিনা? উত্তরে জাদেজা জানান, তিনি যা সিদ্ধান্ত নিয়েছে তাই করবেন। এরপর গাড়ি থেকে নেমে পড়েন দুইজনেই। একদিকে পেট্রোল ঢেলে গাড়িতে আগুন জ্বালান জাদেজা, অন্যদিকে একটু দূরে দাঁড়ানো নিমেষ পুরো ঘটনাটি তার মোবাইলে ধারণ করেন। ঘটনা সামনে আসতেই ৩ সেপ্টেম্বর তাদের দু'জনকে আটক করে ভক্তিনগর থানার পুলিশ।
থানার পুলিশ ইন্সপেক্টর মিস্টার ভি. কে. গাধভি জানান, "জাদেজা কিংবা নিমেষের কারোরই টিকটক ভিডিও করার কোন পরিকল্পনা ছিল না। নিমেষ ভিডিও করার পরে সেই ছবি তার কয়েকজন বন্ধুকে শেয়ার করেন। এরপর তারা এটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। পরে কোন একজন ব্যক্তির ওই ভিডিওটা সঙ্গে ব্যাকগ্রাউন্ড হিসেবে পাঞ্জাবি গান জুড়ে দিয়ে তা টিকটক এর মাধ্যমে ছড়িয়ে দেন এবং মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়।"
অভিযুক্ত দুজনকে স্থানীয় আদালতে তোলা হলে, দু'জনেই জামিন পেয়ে যান।
বিডি-প্রতিদিন/মাহবুব