ভয়বাহ বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল। আজ বৃহস্পতিবার সকালে কাবুলের পূর্ব দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছেই এই বিস্ফোরণ হয়। ঘন কালো ধোঁওয়ার কুণ্ডলী দূর থেকে দেখা যায়, সঙ্গে ছিল বিকট শব্দ।
কাবুল পুলিশ প্রধানের মুখপাত্র ফিরদৌস ফারামার্জ জানান, নাইন্থ পুলিশ ডিস্টিক্ট্রের সদর শহরে এই বিস্ফোরণ ঘটেছে। গোটা এলাকা ভিআইপি জোন। সেখানে কড়া পুলিশি প্রহরাও ছিল। তার মধ্যে এই বিস্ফোরণ কীভাবে ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মূলত পুলিশ চেকপয়েন্ট লক্ষ্য করেই হামলার ছক ছিল জঙ্গিদের। তবে তা সফল হয়নি। সাসধারাক এলাকায় এই বিস্ফোরণ হলেও, কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। এখানেই রয়েছে আফগান ন্যাশনাল সিকিওরিটি অফিস।
মার্কিন দূতাবাসে উপস্থিত এক বিদেশি সাংবাদিক প্রত্যক্ষ করেন গোটা ঘটনা। তিনিই ফোন করে বিষয়টি জানান পুলিশকে। গোটা এলাকা নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। তবে এই ঘটনার দায় এখনও কেউ স্বীকার করেনি। নাকা তল্লাশি চলছে কাবুল জুড়ে। সূত্র : এপি নিউজ।
বিডি-প্রতিদিন/শফিক