জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির সঙ্গে তার মেয়ে সানা ইলতাজা জাভেদকে সাক্ষাতের অনুমতি দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। কোনও মেয়েকে তার মায়ের সঙ্গে দেখা করা থেকে আটকানো যায় না বলে জানিয়েছেন ভারতের শীর্ষ আদালত।
জানা গেছে, গত এক মাস ধরে মায়ের সঙ্গে দেখা করতে পারেননি মেয়ে। তাই মায়ের শারীরিক অবস্থা নিয়ে তিনি যথেষ্ট চিন্তিত বলে সুপ্রিম কোর্টে জানান। গত ৪ আগস্ট থেকে জম্মু-কাশ্মীরের আরও কয়েকজন রাজনীতিকের মতোই গৃহবন্দী মেহবুবা মুফতি। জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার সময় থেকেই কোনও রকম বিক্ষোভ ঠেকাতে মেহবুবা মুফতি, ওমর আবদুল্লাসহ আরও কয়েকজনকে বন্দী করা হয়।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ সলিসিটর জেনারেল তুষার মেহতার কাছে জানতে চেয়েছেন যে- তিনি কি একজন মেয়েকে তার মায়ের সঙ্গে দেখা করার ক্ষেত্রে বাধা হয়ে থাকতে চান? তবে কাশ্মীরের রাস্তায় সানা ইলতাজা জাভেদ ঘোরাফেরা করতে পারবেন কিনা, তা প্রশাসনের অনুমতি-সাপেক্ষ বলে নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। সূত্র : এনডিটিভি
বিডি-প্রতিদিন/শফিক