ইরাকের পশ্চিমাঞ্চলে ইরানের কোনো সামরিক ঘাঁটি থাকার খবর প্রত্যাখ্যান করেছে আল-আনবারের প্রাদেশিক সরকার। খবর পার্সটুডের।
ইরাকের পশ্চিমাঞ্চলীয় আল-আনবারের প্রাদেশিক পরিষদের নিরাপত্তা বিষয়ক কমিটির প্রধান নায়িম আল কাউদ বলেছেন, সিরিয়া সীমান্তে ইরানি ঘাঁটি থাকার বিষয়ে ইহুদিবাদী গণমাধ্যম যে খবর দিয়েছে তা পুরোপুরি ভিত্তিহীন। তিনি বলেন, আমরা এ ধরনের দাবি সরাসরি প্রত্যাখ্যান করছি।
তিনি আরো বলেন, ইরাক-সিরিয়া সীমান্তে কোনো ধরনের সামরিক ঘাঁটি নেই। সম্প্রতি ইসরাইলি গণমাধ্যম কিছু ছবি প্রকাশ করে দাবি করেছে, ইরাক-সিরিায়া সীমান্তবর্তী আল-কায়িম এলাকায় ইরান নতুন সামরিক ঘাঁটি তৈরি করছে।
ইরান ও ইরাক হচ্ছে ঘনিষ্ঠ প্রতিবেশী দেশ এবং দেশ দু'টির সম্পর্ক খারাপ করতে দীর্ঘ দিন ধরেই বিভিন্ন মহল ষড়যন্ত্র চালাচ্ছে।
বিডি-প্রতিদিন/শফিক