ব্রেক্সিট নিয়ে পার্লামেন্টে চলমান বিতর্কের মধ্যেই বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ভাই জো জনসন পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এমপি ও মন্ত্রী উভয় পদ থেকে পদত্যাগ করেন জো জনসন।
এক টুইট বার্তায় তিনি জানান, একইসঙ্গে তিনি রাজনীতি ছেড়ে দিচ্ছেন। তাছাড়া তিন জন প্রধানমন্ত্রীর অধীনে দীর্ঘ ৯ বছর মন্ত্রী হিসেবে কাজ করার সুযোগ পেয়ে আমি সম্মানিত।
টুইটে জো জনসন বলেন, সম্প্রতি কয়েক সপ্তাহ ধরে পারিবারিক বিশ্বস্থতা ও জাতীয় স্বার্থ নিয়ে আমি চাপের মধ্যে ছিলাম। এটি আমার জন্য অসমাধানযোগ্য একটি উদ্বেগ। এখন সময় এসেছে অন্য কারো আমার এমপি ও মন্ত্রী পদ গ্রহণ করার।
উল্লেখ্য, হাউজ অব কমন্সে টানা দু’টি গুরুত্বপূর্ণ প্রস্তাবের ওপর ভোটগ্রহণে বরিস জনসনের পরাজয়ের পর পূর্ব ঘোষণা অনুয়ায়ী ৩১ অক্টোবর ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া যখন দোদুল্যমান। ঠিক সেই মুহূর্তে পদত্যাগের ঘোষণা দেন জো জনসন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন