দুইমাসে বিদ্যুতের বিল ৬০০ কোটি টাকা। শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বারাণসী জেলার একটি স্কুলে।
জানা গেছে, মাত্র ২ মাসের জন্য বিল এসেছে মোট ৬১৮.৫ কোটি টাকা। যা দেখে রীতিমতো চমকে গিয়েছেন স্কুল কর্তৃপক্ষও। কেন এত টাকা বিল এল? তাও আবার মাত্র দু’মাসের জন্য?
এসব প্রশ্নের উত্তর জানতে বিদ্যুৎ দপ্তরেরও দারস্থ হয়েছে স্কুল কর্তৃপক্ষ। কিন্তু এখনও পর্যন্ত বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে কোনও জবাব আসেনি। এদিকে, আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে স্কুলকে ওই বকেয়া শোধ করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় বন্ধ করে দেওয়া হবে পরিষেবা।
আপাতত তাই মাথায় হাত স্কুল কর্তৃপক্ষের। কীভাবে এত কম সময়ে এতগুলো টাকা তাঁরা জোগাড় করবেন, সেটাই ভেবে পাচ্ছেন না।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ