আফগানিস্তানে পৃথক আত্মঘাতী বোমা হামলায় আন্তত ৪৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৭৮ জন। মঙ্গলবার দেশটির পারওয়ান প্রদেশের রাজধানী চারিকারে এবং রাজধানী কাবুলের গ্রিন জোন এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, জাতীয় নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার দেশটির পারওয়ান প্রদেশের রাজধানী চারিকারে নির্বাচনী সমাবেশে অংশ নেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। এ সময় তার গাড়িবহরে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটলে নিহত হন ২৬ জন। ওই হামলায় আহত হন অন্তত ৪০ জন।
তবে প্রেসিডেন্ট আশরাফ ঘানি অক্ষত এবং নিরাপদ রয়েছেন বলে জানিয়েছেন তার মুখপাত্র। এর এক ঘণ্টা পর রাজধানী কাবুলের গ্রিন জোন এলাকায় আলাদা আত্মঘাতী বোমা হামলায় নিহত হন অন্তত ২২ জন। ওই হামলায় আহত হন আরো অন্তত ৩৮ জন।
এই দুটি হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে সশস্ত্র গোষ্ঠী তালেবান।
সূত্র: হিউম্যান রাইট ওয়াচ
বিডি প্রতিদিন/হিমেল