১৮ সেপ্টেম্বর, ২০১৯ ১৫:৫১

সৌদিতে ড্রোন হামলায় ইরানের জড়িত থাকার প্রমাণ নেই: জাপান

অনলাইন ডেস্ক

সৌদিতে ড্রোন হামলায় ইরানের জড়িত থাকার প্রমাণ নেই: জাপান

সৌদি আরবের তেল স্থাপনায় ড্রোন হামলায় ইরানের সম্পৃক্ততার কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন জাপানের প্রতিরক্ষামন্ত্রী তারো কোনো। বুধবার সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ইরানকে অভিযুক্ত করা যায় এমন কোনো তথ্য সম্পর্কে আমরা অবহিত নই। হুথিরা হামলার দায় স্বীকার করেছে, আমরা বিশ্বাস করি হুথিরাই ওই হামলা চালিয়েছে।

গত ১৪ সেপ্টেম্বর ইয়েমেনের সশস্ত্র বাহিনী সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় ড্রোনের সাহায্যে হামলা চালিয়েছে। সৌদি আরবের তেল ও গ্যাস কোম্পানি আরামকো’র স্থাপনায় ইয়েমেনিদের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির পর এর সঙ্গে ইরান জড়িত বলে আমেরিকা অভিযোগ করছে।

ইরান সরাসরি এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ আমেরিকাকে অভিযোগের খেলা বন্ধের আহ্বান জানিয়ে বলেছেন, এ ধরনের অভিযোগ উত্থাপনের মাধ্যমে নির্যাতিত ইয়েমেনিদের পাল্টা জবাব বন্ধ করা যাবে না।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর