১৯ সেপ্টেম্বর, ২০১৯ ০৯:৩৭

'ইরান-ইরাকবাসীর মন-প্রাণ একে অপরের সঙ্গে যুক্ত, শত্রুরাও বিভেদ সৃষ্টিতে ব্যর্থ'

অনলাইন ডেস্ক

'ইরান-ইরাকবাসীর মন-প্রাণ একে অপরের সঙ্গে যুক্ত, শত্রুরাও বিভেদ সৃষ্টিতে ব্যর্থ'

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি বলেছেন, ইরান ও ইরাকের মানুষের মন-প্রাণ একে অপরের সঙ্গে যুক্ত। শত্রুরা এই দুই জাতির মধ্যে বিভেদ সৃষ্টির অনেক চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে। ভবিষ্যতেও তারা সফল হতে পারবে না। 

বুধবার তেহরানে একদল ইরাকি স্বেচ্ছাসেবীর সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে ইরানের একটি গণমাধ্যম।

ইমাম হোসেন (আ.) এর শাহাদাতের চেহলাম বার্ষিকী উপলক্ষে কারবালা অভিমুখে শোক মিছিল দিন দিন আরও বিস্তৃত হবে বলেও মন্তব্য করেন খোমেনি।

ইরানের ইসলামি বিপ্লবের বিরুদ্ধে আমেরিকা ও তার সহযোগীদের ষড়যন্ত্রের কথা তুলে ধরে খোমেনি বলেন, ‘ইসলামি বিপ্লব এখন শক্তিশালী বৃক্ষে রূপ লাভ করেছে। এই বৃক্ষের ফল দিন দিন বেড়ে চলেছে।‘ 

এ সময়, উপস্থিত জনতা ইসরাইল ধ্বংস হোক, আমেরিকা নিপাত যাক বলে স্লোগান দিতে থাকে। তখন তাদের স্লোগানকে ইঙ্গিত করে ইরানের সর্বোচ্চ নেতা খোমেনি বলেন, ‘অদূর ভবিষ্যতেই এসব স্লোগানের বাস্তাবায়ন দেখা যাবে।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর