১৯ সেপ্টেম্বর, ২০১৯ ১৬:০৫

আফগানিস্তানে কৃষকদের ওপর ড্রোন হামলা, নিহত ৩০

অনলাইন ডেস্ক

আফগানিস্তানে কৃষকদের ওপর ড্রোন হামলা, নিহত ৩০

আফগানিস্তানের নানগারহার প্রদেশের খুগিয়ানি জেলার 'ওয়াজির তাঙ্গি' এলাকায় মার্কিন ড্রোন হামলায় অন্তত ৩০ জন বেসামরিক ব্যক্তি নিহত ও ৪০ জন আহত হয়েছে। হতাহতরা কৃষক বলে জানা গেছে। সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস'র গোপন আস্তানা ভেবে বিশ্রামরত কৃষকদের ওপর বোমা ফেলার কারণে হতাহতের এ ঘটনা ঘটেছে।

নানগারহার প্রদেশের অন্তত তিনজন সরকারি কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে এসব তথ্য নিশ্চিত করেছেন। নানগারহারের প্রাদেশিক পরিষদের সদস্য সোহরাব কাদেরি বলেছেন, একটি পাইন বাদামের ক্ষেতে কর্মরত কৃষকদের ওপর ড্রোন থেকে হামলা চালানো হয়েছে। এর ফলে ৭০ জন কৃষক হতাহত হয়েছেন।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় ওই হামলার খবরের সত্যতা স্বীকার করেছে, তবে হতাহতের সংখ্যা জানায় নি। প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খুগিয়ানি বলেছেন, হামলার বিষয়ে সরকার তদন্ত চালাচ্ছে। এ পর্যন্ত নয় জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে মার্কিন বাহিনী এখন পর্যন্ত হামলার বিষয়ে কোনো মন্তব্য করে নি।

'ওয়াজির তাঙ্গি' এলাকার উপজাতীয় নেতা মালিক রাহাত গুল বলেছেন, পাইন বাদাম সংগ্রহ করার পর ক্লান্ত-শ্রান্ত কৃষকরা যখন তাদের তাবুর কাছে জড়ো হয়ে বিশ্রাম নিচ্ছিলেন তখনি ড্রোন থেকে বোমা ফেলা হয়। তাঁবুর পাশে তারা আগুন জ্বালিয়ে রেখেছিলেন। এদিকে, দক্ষিণাঞ্চলীয় যাবুল প্রদেশে তালেবানের গাড়ী বোমা হামলায় অন্তত ২০ জন প্রাণ হারিয়েছে। সূত্র : পার্সটুডে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর