লিবিয়ার রাজধানী ত্রিপোলির উপকূল থেকে ৪৯৩ অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। উদ্ধারের পর আরব ও এশিয়ার বিভিন্ন দেশের এসব অভিবাসীকে বিভিন্ন বন্দি শিবিরে পাঠানো হয়েছে। খবর রয়টার্সের।
ত্রিপোলির উত্তরপূর্ব ও উত্তরপশ্চিম এলাকার উপকূলে অভিযান চালিয়ে বৃহস্পতিবার এসব অভিবাসীকে উদ্ধার করা হয়। এসব অভিবাসীরা ভূ-মধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করছিল।
গত এক সপ্তাহে ছয়টি এলাকায় অভিযান চালিয়ে এদের উদ্ধার করা হয়। দেশটির কোস্ট গার্ডের মুখপাত্র আইয়ুব কাশেম বলেন, জাতিসংঘ সমর্থিত সরকারের জাতীয় চুক্তির মাধ্যমে পরিচালিত বন্দিশিবিরগুলোতে তাদের পাঠানো হয়েছে।
যুদ্ধ ও দারিদ্র্যের কারণে সোমালিয়া, ইরিত্রিয়াসহ আশপাশের দেশের নাগরিকেরা লিবিয়া হয়ে প্রথমে ইতালি ও পরে ইউরোপের অন্য কোনো দেশে যাওয়ার চেষ্টা করে।
বিডি প্রতিদিন/ফারজানা