পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান এখনও বিশ্বমঞ্চে নিজ দেশের নেতৃত্ব দিচ্ছেন। সম্প্রতি জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিয়েছেন পাকিস্তানের বর্তমান এ প্রধানমন্ত্রী। বক্তব্যে তিনি কাশ্মীর ইস্যুতে উদ্বেগ প্রকাশ করেন। আর এতে ইমরান খানের ওপর ক্ষিপ্ত হয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার ও দেশটির কেন্দ্র সরকারে ক্ষমতাসীন দল বিজেপির সাংসদ গৌতম গাম্ভীর। তিনি ইমরান খানকে সন্ত্রাসীদের রোল মডেল হিসেবে আখ্যা দিয়েছেন।
টুইটারে গৌতম গম্ভীর লিখেছেন, খেলাধুলার সঙ্গে যুক্ত থাকা মানুষজন আসলে সাধারণ মানুষের রোল মডেল। তাদের ব্যবহার, টিম স্পিরিট, চরিত্র এই সবগুলিই সাধারণ মানুষের কাছে একটা অন্য মাত্রা পায়। কিন্তু খুব সম্প্রতি জাতিসংঘে আমরা সাবেক খেলোয়াড়ের (ইমরান খান) বক্তব্য শুনলাম। সন্ত্রাসবাদীদের রোল মডেল ইমরান খানকে খেলোয়াড় সম্প্রদায় থেকে বের করে দেয়া উচিত।
সম্প্রতি শ্রীলঙ্কা ক্রিকেট দলকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে পাকিস্তানে নেয়া হয়। সেটির ভিডিও টুইট করে গম্ভীর ফের খোঁচা দিয়েছেন ইমরানকে। গম্ভীর ওই টুইটে লিখেছেন, এত কাশ্মীর কাশ্মীর করেছে যে করাচির কথাই ভুলে গেছে।
বিডি প্রতিদিন/ফারজানা