ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অনুরোধ উপেক্ষা করেই রাশিয়ার একটি আদালত মার্কিন বংশোদ্ভূত এক ইসরায়েলি নারীকে সাড়ে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন। মাদক সংক্রান্ত এক মামলায় শুক্রবার তার বিরুদ্ধে ওই রায় দেয় আদালত।
ভারত থেকে রাশিয়া হয়ে ইসরায়েলে যাওয়ার সময় মস্কো বিমানবন্দরে নামআ ইসাচার নামে ২৫ বছর বয়সী ওই নারীর কাছে গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় রাশিয়ার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নামআর বিরুদ্ধে মাদক চোরাচালানের মামলা দায়ের করে।
বৃহস্পতিবার রাশিয়ার আরটি নিউজ চ্যানেল বলেছে, নামাআকে সম্ভবত রাশিয়ার অ্যালেক্সি বরিকভ নামে এক নাগরিকের সঙ্গে বন্দী হিসেবে বিনিময় করা হতে পারে। ২০১৫ সালে বরিকভ ইসরাইল সফর করার সময় তেল আবিব তাকে আটক করে।
ইসরায়েল জানিয়েছে, সাইবার ক্রাইম করার সন্দেহে আমেরিকা বরিকভকে হাতে পাওয়ার চেষ্টা করছে। তবে বরিকভ ওই অভিযোগ সবসময় অস্বীকার করে আসছেন।
এদিকে, ইসরেয়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় রাশিয়ার আদালতের এই রায়কে ‘ভারী’ এবং ‘একপেশে’ বলে মন্তব্য করেছে।
বিডি প্রতিদিন/আরাফাত