সিরিয়ায় সীমান্তবর্তী শহর রাস আল আইন নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে তুরস্ক। তুরস্কের সেনাবাহিনী ওই শহরে প্রবেশ করেছে বলে নিশ্চিত করেছে ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইট।
তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার সকালে ওই শহর নিয়ন্ত্রণে নিয়েছে তারা। এদিকে, বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, উত্তর পূর্ব সিরিয়ার রাস আল-আইন শহরটির ওপর কামানের গোলা বর্ষণ করা হচ্ছে।তুরস্কের যুদ্ধবিমানগুলো আকাশে চক্কর দিচ্ছে।
তবে তুরস্কের এমন দাবি অস্বীকার করে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ)-এর এক কর্মকর্তা জানিয়েছেন, সীমান্তবর্তী শহর রাস আল আইনে এখনো সংঘর্ষ চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার