১৪ অক্টোবর, ২০১৯ ১০:০৬

তুর্কি অভিযানের মুখে সিরিয়া থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক

তুর্কি অভিযানের মুখে সিরিয়া থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী মার্ক টি. এসপার রবিবার জানিয়েছেন, 'সিরিয়ার উত্তরাঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আদেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।' খবর নিউ ইয়র্ক টাইমসের। সংবাদমাধ্যমটির শঙ্কা, ট্রাম্পের এই সিদ্ধান্তে সেখানে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এর পুনরুত্থান হতে পারে। 

আমেরিকা যুক্তরাষ্ট্রেরর এই সিদ্ধান্তের ফলে সিরিয়ার নিয়ন্ত্রণ চলে যাবে সিরিয়ার সরকার ও রাশিয়ার হাতে।

ফক্স নিউজ ও সিবিএস নিউজকে দেয়া সাক্ষাৎকারে মার্ক টি. এসপার জানান, কুর্দি বাহিনী নিয়ন্ত্রিত সিরিয়ার উত্তরাঞ্চলে অভিযান চালাচ্ছে তুরস্ক। এ কুর্দি বাহিনীকে প্রশিক্ষণ ও সাহায্য দিয়ে আসছিল যুক্তরাষ্ট্রই। এবার তুরস্কের অভিযানের মুখে আমেরিকার সৈন্যরা সিরিয়ার ওই অঞ্চল ত্যাগ করছে।

সিরিয়ার এই অঞ্চলটি একসময় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এর নিয়ন্ত্রণে ছিল। অঞ্চলটি উদ্ধারের পর কুর্দি বাহিনীর সহযোগিতায় সেখানে মার্কিন সৈন্য মোতায়েন করা হয়। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর