৮ নভেম্বর, ২০১৯ ২৩:৪০

'ইরানের স্পর্শকাতর এলাকায় পৌঁছার আগেই শত্রুর ড্রোন ভূপাতিত'

অনলাইন ডেস্ক

'ইরানের স্পর্শকাতর এলাকায় পৌঁছার আগেই শত্রুর ড্রোন ভূপাতিত'

ইরানের সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাবাহি ফার্দ বলেছেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মহশাহরের স্পর্শকাতর এলাকায় পৌছাঁর আগেই বিদেশি ড্রোন ভূপাতিত করা সম্ভব হয়েছে। আজ ইরান ক্ষেপণাস্ত্রের সাহায্যে শত্রুর একটি ড্রোন ভূপাতিত করার পর তিনি এ তথ্য দিলেন।

সাবাহি ফার্দ আরও বলেছেন, একটি বিদেশি ড্রোন ইরানের আকাশসীমায় ঢোকার পর সেটিকে নিজস্ব প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের সাহায্যে ধ্বংস করা হয়েছে। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ফোর্স সব সময় পূর্ণ প্রস্তুত রয়েছে বলেই স্পর্শকাতর এলাকায় প্রবেশের আগেই সেটিকে ধ্বংস করা সম্ভব হয়।

ভবিষ্যতেও তার বাহিনী এ ধরণের যেকোনো তৎপরতার বিরুদ্ধে তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেবে বলে তিনি জানান।

মহশাহর হচ্ছে ইরানের গুরুত্বপূর্ণ বন্দর এলাকা। এখানে মধ্যপ্রাচ্যের সর্ববৃহৎ পেট্রোক্যামিকেল ইকোনোমিক জোন অবস্থিত। এর অদূরেই রয়েছে গুরুত্বপূর্ণ ইমাম খোমেনি (রহ.) বন্দর। অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এই অঞ্চলটির নিরাপত্তা বিশেষ গুরুত্ব পেয়ে থাকে।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর