ইরানে নতুন তেল খনির সন্ধান মিলল। সেখানকার প্রেসিডেন্ট হাসান রৌহানি নিজে এই বৃহত্ তেলের ভাণ্ডারের কথা ঘোষণা করেছেন। সমীক্ষা বলছে, ওই ভাণ্ডার থেকে ৫৩০০ কোটি ব্যারেল অপরিশোধিত তেল উত্তোলন করা যেতে পারে। তাতে ইরানের বর্তমান তেলধারণ ক্ষমতা প্রায় ৩৪% বাড়বে বলেই দাবি করেন ইরানের প্রেসিডেন্ট।
তিনি জানান, মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই বৃহত্ এই তেল খনির সন্ধান তারা পেয়েছেন। প্রায় ২ হাজার ৪০০ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই তেল ভাণ্ডারটির খোঁজ মিলেছে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে, খুজেস্তান প্রদেশে।
ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানেহ দাবি করেন, ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নতুন যে তেল ক্ষেত্রটির সন্ধান মিলেছে, সেটি হচ্ছে দেশের দ্বিতীয় বৃহত্তম তেলখনি। ইরানি বিশেষজ্ঞদের উল্লেখ করে তিনি জানান, খুজিস্তান প্রদেশে আবিষ্কৃত হয়েছে এই খনি। তার ধারণা, সেখানে মজুদ তেলের পরিমাণ ৫ হাজার ৩০০ কোটি ব্যারেল। সূত্র : এই সময়।
বিডি-প্রতিদিন/শফিক