রোহিঙ্গা গণহত্যার নিয়ে গাম্বিয়ার দায়ের করা মামলায় আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিজে) কাঠগড়ায় উঠছেন মিয়ানমারের ডি ফ্যাক্টো নেতা অং সান সু চি।
শুনানিতে গাম্বিয়ার উত্থাপিত অভিযোগের প্রেক্ষিতে আজ নিজের বক্তব্য তুলে ধরবেন সু চি।
এদিকে, মিয়ানমারকে আন্তর্জাতিকভাবে বয়কটের ডাক দিয়ে বিশ্বব্যাপী প্রচারে নেমেছে ৩০টি মানবাধিকার সংগঠন। জাতিসংঘের আন্তর্জাতিক বিচারিক আদালতে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যা মামলা শুনানির আগে সোমবার এ আহ্বান জানানো হয়।
তবে সু চি’র পক্ষে মিয়ানমারে র্যালি করেছে সরকারপন্থীরা।
অপরদিকে রাখাইন রাজ্যে নির্যাতনের শিকার রোহিঙ্গা জনগোষ্ঠী ও শান রাজ্যের ১৭টি সংগঠন মিয়ানমারের সামরিক বাহিনীর বিচার দাবি করে বিবৃতি দিয়েছে।
বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ১১ নভেম্বর অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) হয়ে গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে। রোহিঙ্গা গণহত্যার বিচারের দাবিতে আইসিজেতে মামলাটি হয়।
মামলার বাদীপক্ষ গাম্বিয়ার বক্তব্যের মধ্য দিয়ে মঙ্গলবার শুনানি শুরু হয় মঙ্গলবার। চলবে বৃহস্পতিবার পর্যন্ত।
এরপর বৃহস্পতিবার সকালে গাম্বিয়া এবং বিকালে মিয়ানমার প্রতিপক্ষের যুক্তি খণ্ডন ও চূড়ান্ত বক্তব্য পেশ করবে।
বিডি প্রতিদিন/কালাম