অবশেষে মিসাইল হামলা চালিয়ে ইউক্রেনের যাত্রীবাহী বিমান ভূপাতিত করার কথা স্বীকার করেছে ইরান। ইরানের হামলাতেই তেহরানের ইমাম খামেনি বিমানবন্দর থেকে উড্ডয়নের পর ১৭৬ জন যাত্রী নিয়ে বিধ্বস্ত হয় ইউক্রেনগামী বোয়িং-৭৩৭ বিমান পিএস৭৫২। এমন কথা স্বীকার করে নিয়েছে ইরানের সেনাবাহিনী।
ইউক্রেনের উড়োজাহাজ হামলা চালিয়ে ভূপাতিত করার দায় স্বীকারের পর ‘গভীর দুঃখপ্রকাশ’ করছে ইরান, এক টুইটবার্তায় জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি।
তিনি বলেন, “আমার সব ধ্যান ও প্রার্থনা শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি। আমি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”
এর আগে, ইরানের পররাষ্ট্র মন্ত্রী জাভেদ জারিফও টুইটবার্তায় দায় স্বীকার করে দুঃখপ্রকাশ করেন।
উল্লেখ্য, ইরানের বিমানবন্দর থেকে বুধবার উড্ডয়নের কিছুক্ষণ পরেই ১৭৬ আরোহী নিয়ে বিধ্বস্ত হয় ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বিমানটি। পরে বিধ্বস্ত বিমানটির ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ