হ্যারি-মেগানের সিদ্ধান্ত নিয়ে সোমবার বৈঠকে বসছে রাজপরিবার। ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ, প্রিন্স চার্লস, প্রিন্স উইলিয়াম, প্রিন্স হ্যারি যোগ দেবেন। হ্যারির স্ত্রী মেগান সন্তান আর্চিকে নিয়ে কানাডায় অবস্থান করছেন। তাকেও বৈঠকে যোগ দেয়ার জন্য তাকেও ডাকা হতে পারে। রানীর সান্দ্রিংহাম এস্টেটে ওই বৈঠক অনুষ্ঠিত হবে।
রাজপরিবারের হ্যারি ও মেগানের উপাধি ডিউক অ্যান্ড ডাচেস অব সাচেক্স। এই সপ্তাহে তারা ঘোষণা দিয়েছেন রাজপরিবারের সিনিয়র সদস্য হিসেবে অর্পিত দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন তারা। ওই ঘোষণায় আরও বলা হয়, তারা স্বাধীনভাবে অর্থ উপার্জন করতে চান এবং ব্রিটেনের পাশাপাশি উত্তর আমেরিকাতেও বসবাস করতে চান।
ওই ঘোষণার পরই বাকিংহাম প্যালেস থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, রাজপরিবার থেকে হ্যারি ও মেগানের সরে যাওয়ার বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে। এটাকে বেশ জটিল প্রক্রিয়া হিসেবে ঘোষণাতে বলা হয়। সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/ফারজানা