মাত্র ১০ সেকেন্ডের ভুলে ইউক্রেনের সেই যাত্রীবাহী বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছেন ইরানের বিপ্লবী গার্ডস কমান্ডার আমিরআলী হাজিজাদেহ।
যোগাযোগের বিপত্তি ঘটায় ক্ষেপণাস্ত্র অপারেটর ভেবেছিলেন, ধেয়ে আসা একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে তার হাতে মাত্র কয়েক সেকেন্ড সময় আছে। যে কারণে তিনি ওই ইউক্রেনীয় যাত্রীবাহী বিমানটি গুলি করেছেন। খবর ডেইলি মেইলের।
হাজিজাদেহ বলেন, একজন ক্ষেপণাস্ত্র পরিচালনাকারী স্বাধীনভাবে একা সব কাজ করেছেন। বিমানটিকে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভেবে তিনি ভুল করে ফেলেন।
ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ফ্লাইটটি (পিএস-৭৫২) কিয়েভে যাওয়ার উদ্দেশে মঙ্গলবার গভীর রাতে তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পর বিমানটি বিধ্বস্ত হয়। এতে ১৭৬ আরোহীর সবাই নিহত হন।
ইরাকে অবস্থিত দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার মাত্র কয়েক ঘণ্টা পর বিমানটি ভূপাতিত হয়। ৩ জানুয়ারি বাগদাদে মার্কিন ড্রোন হামলায় ইরানি কমান্ডার কাসেম সোলেমানিকে হত্যার প্রতিক্রিয়ায় ইরান মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
ইরানকে লক্ষ্য করে এ জাতীয় ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এমন খবর পাওয়ার পর ঘটনাটি ঘটে। তিনি আরও বলেন, সিদ্ধান্ত নেওয়ার জন্য ক্ষেপণাস্ত্র পরিচালনাকারীর হাতে মাত্র ১০ সেকেন্ড সময় ছিল। তিনি আঘাত করা বা না করার সিদ্ধান্ত নিতে পারতেন। কিন্তু এ রকম পরিস্থিতিতে তিনি ভুল সিদ্ধান্তই নিয়েছেন। যদিও তিনি যোগাযোগ করতে এবং যাচাই করতে বাধ্য ছিলেন। তবে স্পষ্টতই তার যোগাযোগ ব্যবস্থায় কিছু বিঘ্ন ঘটেছিল।
বিডি প্রতিদিন/কালাম