চীনে মহামারী আকারে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর নিজ নিজ নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে বিভিন্ন দেশ। তবে নাগরিকদের এখনই ফিরিয়ে নেবে না নেয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান।
খালিজ টাইমস জানিয়েছে, উহান প্রদেশের একাধিক বিশ্ববিদ্যালয়ে প্রায় ৫০০ পাকিস্তানি নাগরিক পড়াশোনা করেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহযোগী ডা. জাফর মির্জা জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ মেনে চীন যা সিদ্ধান্ত নিয়েছে আমরাও সেই সিদ্ধান্তে সহমত পোষণ করছি। মহামারী করোনাভাইরাস রুখতে যথেষ্ট তৎপরতা নিয়েছে চীন সরকার। আর তাই এখনই উহান থেকে পাকিস্তানি নাগরিকদের সরিয়ে নেয়া হবে না। তবে এ সিদ্ধান্তে পরিবর্তন আসতে পারে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে পাকিস্তান।
চীনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২১৩ জনের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৬৯২ জন।
বিডি প্রতিদিন/ফারজানা