২০২০ সালের অর্থবছরে বাজেটে আফগানিস্তানে বসবাসরত সংখ্যালঘু হিন্দু ও শিখ ধর্মালম্বীদের ধর্মীয় স্থান পুনরুদ্ধারে ৫০ মিলিয়ন (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৫ কোটি টাকা) আফগানি বরাদ্দ রাখা হয়েছে। অথচ গত বছর মধ্যবর্তী বাজেটে যা ছিল মাত্র ২ মিলিয়ন (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২ লাখ টাকা)। ফলে এই দুই শ্রেণির মানুষের ধর্মীয় স্থান পুনরুদ্ধারে আফগান সরকার এক লাফে ৪৮ মিলিয়ন আফগানি বা ২৫ গুণ বরাদ্দ বাড়িয়েছে।
সম্প্রতি এক টুইটার বার্তায় এ তথ্য জানান আফগানিস্তানের অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র শামরোজ খান মাসজিদি।
বরাদ্দ বাড়ানোর তথ্য জানিয়েছে টুইটে আরও বলা হয়, আমরা সকলেই জানি এই বরাদ্দ যথেষ্ট নয়, তবে এটি সঠিক প্রথম পদক্ষেপ। সামনে আরও বাড়বে।
বিডি-প্রতিদিন/মাহবুব