অবশেষে আনুষ্ঠানিকভাবে ৪৭ বছরের সম্পর্ক ভেঙ্গে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে গেল ব্রিটেন। গণভোটের পর তিনবছর সীমাহীন চড়াই-উৎরাই পেরিয়ে অবশেষে পূর্ব নির্ধারিত ৩১ জানুয়ারি শুক্রবারই কার্যকর হলো ব্রেক্সিট।
যদিও চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত অন্তর্ববর্তী ব্যবস্থা হিসেবে ইইউ-ব্রিটেনের বাণিজ্যিক ও অন্যান্য সম্পর্ক প্রায় একই থাকবে। তবে এই সময়ের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের কোন প্রশাসনিক কাজ এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না ব্রিটেন।
এর আগে বুধবার (২৯ জানুয়ারি) স্থানীয় সময় বিকালে ইউরোপীয় পার্লামেন্টে ঐতিহাসিক ভোটে অনুমোদন পায় ব্রেক্সিট চুক্তি।
উল্লেখ্য, ১৯৭৩ সালের ১ জানুয়ারি ব্রিটেন ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটিতে (ইইসি) যুক্ত হয়। পরবর্তীতে ১৯৯৩ সালে এটি ইইউ হিসেবে নতুনভাবে গঠিত হয়।
বিডি প্রতিদিন/আরাফাত