চীনে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫৮তে। এর মধ্যে গতকাল শুক্রবারই মারা গেছে ৪৫ জন। নিহতদের মধ্যে চীনের হুবেই প্রদেশে মারা গেছেন ২৪৯ জন। হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনাভাইরাস ছড়িয়েছে।
রোগীদের চিকিৎসায় হিমশিক খাচ্ছে উহান কর্তৃপক্ষ। এ জন্য একাধিক হাসপাতালে নির্মাণের কাজ হাতে নেয়া হয়েছে।
গত ডিসেম্বরে ছড়িয়ে পড়ার পর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ১০ হাজার, যার বেশিরভাগই চীনে। চীনের বাইরে ২২টি দেশে ১০০টি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/ফারজানা