ভয়াবহ হয়ে উঠছে করোনাভাইরাস। চীনে নতুন করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা দেড় যুগ আগে ছড়িয়ে পড়া সার্স ভাইরাসকে ছাড়িয়ে গেছে।
মহামারী সার্সকেও ছাড়িয়ে গেছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। ভাইরাসটির প্রাদুর্ভাবে বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চীনে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৫৮। আর আক্রান্ত হয়েছেন প্রায় ১০ হাজার।
সেভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সার্সে আক্রান্ত হয়েছিল আট হাজার একশ’ জন। সার্সে মারা যায় ৭৭৪ জন। আর ডিসেম্বর থেকে চলা নভেল করোনাভাইরাসে এরই মধ্যে আক্রান্ত হয়েছেন প্রায় ১০ হাজার। দ্রুত ভাইরাস ছড়িয়ে পড়ায় বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ