চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৫৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভাইরাসে আক্রান্ত হওয়ার পর আতঙ্ক থেকে অনেকে আরও বেশি অসুস্থ হয়ে পড়েছেন।
মহামারী এ ভাইরাসে আক্রান্তদের মানসিক সুরক্ষা দিতে হটলাইন চালু করা হয়েছে চীনের আনহুই প্রদেশে। দিন-রাত ২৪ ঘণ্টা এ হটলাইন সচল রয়েছে। রোগীদের ফোন রিসিভ করে সেবা দিচ্ছেন মনস্তত্ত্ববিদরা।
গত ডিসেম্বরে ছড়িয়ে পড়ার পর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ১০ হাজার, যার বেশিরভাগই চীনে। চীনের বাইরে ২২টি দেশে ১০০টি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
সূত্র: সিনহুয়া
বিডি প্রতিদিন/ফারজানা