বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে স্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা করেছে আমেরিকা। ঘোষণায় দুই সপ্তাহের মধ্যে চীন ভ্রমণ করা বিদেশি নাগরিকদের দেশটিতে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। খবর বিবিসির।
যুক্তরাষ্ট্র বলছে, নিষেধাজ্ঞায় শুধুমাত্র মার্কিন নাগরিক ও তাদের পরিবার প্রবেশ করতে পারবেন। তবে তাদেরকে কয়েক দফা স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং ১৪ দিন বিমানবন্দরের কাছে আলাদা জায়গায় রাখা হবে।
এদিকে, ভয়ঙ্কর রূপ নিয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। ইতোমধ্যে এ ভাইরাসে আক্রান্ত হয়েছে চীনে প্রাণ হারিয়েছে ২৫৮ জন। এছাড়াও আক্রান্তের সংখ্যা প্রায় দশ হাজার। তবে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাস শনাক্তে দ্রুততম পদ্ধতি বের করেছে চীনা বিজ্ঞানীরা। এ পদ্ধতিতে মাত্র ১৫ মিনিটেরও কম সময়ে করোনা সংক্রমণ রোগীকে শনাক্ত করা যাবে।
চীন ছাড়াও একাধিক দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। এমতাবস্থায় চীন ভ্রমণে ও দেশে চীনফেরত ব্যক্তিদের প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে অন্যান্য দেশগুলো। শুধু তা-ই নয়, চীনে ফ্লাইট বন্ধ করে দিয়েছে বিভিন্ন দেশ। কার্যত পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে চীন।
বিডি-প্রতিদিন/শফিক