বলিভিয়ার প্রশাসনিক রাজধানী লা পাজ এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ১৭ জন। শুক্রবার এ দুর্ঘটনায় ঘটে।
অগ্নিনির্বাপণ বিভাগের স্থানীয় প্রধান ইসমাইল ভিলকা জানান, ঘটনাস্থলেই মারা গেছেন ১৪ জন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যান আরো ১ জন। গুরুতর আহত অবস্থায় আরো অনেকে হাসপাতালে ভর্তি থাকায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানান তিনি।
সূত্র: সিনহুয়া।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ