নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে ইরান। পাশাপাশি, কয়েক ঘণ্টার ব্যবধানেই রবিবার পরীক্ষামূলকভাবে একটি স্যাটেলাইটও মহাকাশে পাঠিয়েছে দেশটি।
ইরানের সংবাদমাধ্যম সূত্রে খবর, ক্ষেপণাস্ত্রটি পরীক্ষায় সফল হলেও কক্ষপথে পৌঁছাতে পারেনি ইরানের কৃত্রিম উপগ্রহটি। স্থানীয় সময় রবিবার সন্ধ্যা ৭.১৫ দিকে সেমনন প্রদেশের ইমাম খোমেইনি স্পেসপোর্ট থেকে ‘সিমোরগ’ রকেটে চেপে মহাকাশের উদ্দেশে পাড়ি দেয় ইরানের কমিউনিকেশন স্যাটেলাইট ‘জাফর ১’। তবে পর্যাপ্ত গতিবেগ হাসিল করতে ব্যর্থ হওয়ায় নির্দিষ্ট কক্ষপথে পৌঁছাতে পারেনি কৃত্রিম উপগ্রহটি।
ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাকাশ গবেষণা শাখার মুখপাত্র আহমেদ হোসেইনি জানান, রকেটের স্টেজ-১ ও ২ সঠিকভাবেই কাজ করে এবং স্যাটেলাইটটিও সময় মতো রকেট থেকে বিচ্ছিন্ন হয়। তবে কক্ষপথে পৌঁছানোর মতো গতি না মেলায় সেটি নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে পারেনি।
এদিকে, একইদিনে ‘রাদ-৫০০’ নামের একটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক মিসাইল সফলভাবে উৎক্ষেপণ করে ইরান। প্রায় ৫০০ কিলোমিটার পর্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। এটিতে রয়েছে অত্যাধুনিক ‘জোহেইর’ ইঞ্জিন।
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ফলে অস্ত্র নির্মাণে স্বনির্ভর হয়ে ওঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইরান। এবং এতে বহুলাংশে সফলও হয়েছে দেশটি। পাশাপাশি, নতুন উৎক্ষেপণে আমেরিকাকে বার্তা দিয়েছে তেহরান বলেই মনে করছেন অনেকে। সূত্র: সংবাদ প্রতিদিন
বিডি প্রতিদিন/আরাফাত