দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির জয় কার্যত নিশ্চিত বলাই যায়। আর সেই উপলক্ষ্যে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর আসনে বসতে চলা অরবিন্দ কেজরিওয়ালকে ফোনে অভিনন্দন জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
৭০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে কার্যত ৫৫-৫৮টি আসন জিতেছে আম আদমি পার্টি। অন্যদিকে গতবারের তুলনায় ভালো পারফর্ম করেছে বিজেপি। ভারতের রাজধানীতে বিজেপির পতনেই কার্যত খুশি হয়েছেন তৃণমূল সুপ্রিমো। আর তাই কেজরিওয়ালকে ফোনে অভিনন্দন জানালেন মমতা।
এক বক্তব্যে মমতা বলেন, মানুষ বিজেপিকে ত্যাগ করেছে। শুধু উন্নয়নই কাজ করবে। সিএএ, এনআরসি, এনপিআর সমর্থন করে না দেশের মানুষ।
সোমবার বাজেট অধিবেশনে দিল্লির মুখ্যমন্ত্রীর বিনামূল্যে বিদ্যুৎ প্রদান প্রকল্পের অনুরূপ প্রকল্প হিসেবে ‘হাসির আলো’ প্রকল্প ঘোষণা করেন বাংলার অর্থমন্ত্রী অমিত মিত্র।
বিডি প্রতিদিন/আরাফাত