রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসনের ব্যাপারে বাংলাদেশের সাথে শীর্ষ পর্যায়ে ভারত আলোচনা করেছে বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। রোহিঙ্গাদের নিরাপদে ফিরে যাওয়ার ব্যাপারে এই দুই দেশ সম্মত হয়েছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
মঙ্গলবার ভারতের লোকসভায় একটি লিখিত জবাবে নিত্যানন্দ রাই বলেন, ‘রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর ব্যাপারে বাংলাদেশ সরকারের সাথে সর্বোচ্চ পর্যায়ে আলোচনা হয়েছে এবং উভয় দেশই রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ ও দ্রুত প্রত্যাবাসনের ব্যাপারে সহমত পোষণ করেছে।’
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, ‘কেন্দ্রীয় সরকারের তরফে নিয়মিত নির্দেশিকা জারি করে সব রাজ্য সরকারগুলিকে জানানো হয়েছে তারা যেন তাদের আইন-শৃঙ্খলা বাহিনী ও ইন্টেলিজেন্স এজেন্সিগুলিকে এব্যাপারে সতর্ক করে এবং অবৈধ রোহিঙ্গাদের চিহ্নিতকরণ করে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়। পাশাপাশি আইন অনুযায়ী তাদের যেন একটি নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ রাখা হয়।’
বিডি প্রতিদিন/হিমেল