এই তো গত মাসের কথা। ২০২০ সালের জানুয়ারির শেষ দিকে যুক্তরাজ্যের ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী ডাচেস অব সাসেক্স মেগান রাজপরিবারের সঙ্গ ত্যাগ করেন। এরই এক মাস পার হতে না হতেই এবার বিচ্ছেদের ঘটনায় আলোচনায় ব্রিটিশ রাজপ্রাসাদ।
বিবিসি জানায়, বিয়ে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথের নাতি পিটার ফিলিপস ও তার স্ত্রী অটাম। রানি দ্বিতীয় এলিজাবেথ-প্রিন্স ফিলিপ দম্পতির সবচেয়ে বড় নাতি পিটার ফিলিপস। প্রিন্সেস রয়্যাল অ্যানি এবং তার প্রথম স্বামী ক্যাপ্টেন মার্ক ফিলিপসের একমাত্র পুত্রসন্তান তিনি।
২০০৮ সালে কানাডার নাগরিক অটাম কেলিকে বিয়ে করেন ৪২ বছর বয়সী পিটার। তাদের ঘরে দুটি কন্যা সন্তান রয়েছে। তাদের বয়স যথাক্রমে নয় ও সাত বছর।
এক বিবৃতিতে ফিলিপস-অটাম দম্পতি পক্ষে তাদের এই বিয়ে বিচ্ছেদের ঘোষণা দেওয়া হয়েছে। দুজনেই সন্তানদের দায়িত্ব ভাগাভাগি করে নেবেন বলে জানান। চলমান বন্ধুত্বের স্বার্থে এবং সন্তানদের ভবিষ্যৎ চিন্তা করে এমন তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানানো হয়।
ঘটনাটি সম্প্রতি প্রকাশ করা হলেও গত বছরই রানি দ্বিতীয় এলিজাবেথ এবং রাজপরিবারের অন্যান্য সদস্যদের তাদের এই সিদ্ধান্তের কথা জানান ফিলিপস-অটাম। বিবৃতিতে বলা হয়, দুই পরিবারই মর্মাহত হলেও তাদের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছেন তারা।
বিডি-প্রতিদিন/মাহবুব