নিউ হ্যাম্পশায়ারে প্রাইমারি নির্বাচনে সামান্য ব্যবধানে বিজয়ী হয়েছেন সিনেটর বার্নি স্যান্ডার্স। আইওয়া রাজ্যে ডেমোক্রেটদের প্রাইমারি ভোটের পর মঙ্গলবার দ্বিতীয় রাজ্য হিসেবে নিউ হ্যাম্পশায়ারে নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে ইন্ডিয়ানা রাজ্যের সাউথ বেন্ডের সাবেক মেয়র পিট বুটিগিগকে হারিয়েছেন সিনেটর বার্নি স্যান্ডার্স।
প্রাথমিক নির্বাচনে বিতর্কে ভাল করা সিনেটর এমি ক্লুবুচার হয়েছেন তৃতীয়। সিনেটর এলিজাবেথ ওয়ারেন হয়েছেন চতুর্থ ।
এদিকে প্রত্যাশা অনুযায়ী সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন নিউ হ্যাম্পশায়ারে ভাল করতে পারেননি। প্রাথমিক নির্বাচনে পঞ্চম হয়েছেন জো বাইডেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ