সরকারি ওয়েবসাইট থেকে আসামের জাতীয় নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা উধাও হয়ে গেছে। গত বছর আগস্টে ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে এই তালিকা আসাম এনআরসি'র অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়। গত বছর ডিসেম্বর থেকেই তালিকাটি সাইটে দেখা যাচ্ছে না।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এনআরসির তথ্য নিরাপদেই আছে। প্রযুক্তিগত কিছু সমস্যার কারণেই এই বিপত্তি দেখা দিয়েছে। শিগগিরই এ সমস্যার সমাধান হবে।
আসামের এনআরসিতে ভারতীয় নাগরিকদের নির্বাসন ও অন্তর্ভুক্তির তালিকা চূড়ান্ত হওয়ার পর তা অফিসিয়াল ওয়েবসাইটেও প্রকাশ করা হয়। এসব তথ্যের জন্য ক্লাউড পরিষেবা দিয়েছিল উইপ্রো নামে একটি আইটি প্রতিষ্ঠান।
এনআরসি কর্তৃপক্ষ বলছে, তাদের সঙ্গে উইপ্রোর চুক্তি ছিল গত বছরের ১৯ অক্টোবর পর্যন্ত। পরে আর ওই চুক্তি নবায়ন করা হয়নি। একারণে গত ১৫ ডিসেম্বর থেকে সব তথ্য অফলাইন হয়ে গেছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ