ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিধানসভা নির্বাচনে জয়ের হ্যাটট্রিক করে আলোচনায় আম আদমি পার্টির (আপ) নেতা অরবিন্দ কেজরিওয়াল। পিছিয়ে নেই পুঁচকে কেজরিওয়ালও। আম আদমি পার্টির টুইটারে ওই শিশুর ছবি পোস্ট করা হয়েছে। ছবির শিরোনাম দেয়া হয়েছে, 'মাফলারম্যান'।
এরইমধ্যে নেটিজেনদের মন জয় করে প্রশংসা ভাসছে শিশুটি। কেজরিওয়ালের মতোই চোখে চশমা, পোশাক, গলায় মাফলার, গোঁফ ও মাথায় টুপি। হাত দিয়ে উপরের দিকে কী যেন ইশারা করছে সে। এরইমধ্যে বেশ কিছু ভারতীয় সংবাদমাধ্যমে তাকে নিয়ে খবর বেরিয়েছে।
পুঁচকে কেজরিওয়ালের বয়স মাত্র এক বছর। নাম আভিয়ান তোমার। তার বাবা ও মা আম আদমির সাপোর্টার। উত্তরাধিকার সূত্রে সেও তার দিল্লির ক্ষমতাসীন দলের সমর্থক বনে গেছে! ২০১৫ সালে বিধানসভা নির্বাচনের সময় আভিয়ানের বোন ফেইরিও কেজরিওয়ালের মতো পোশাক করে হাজির হয়েছিল তার শপথ অনুষ্ঠানে। তার বয়স এখন ৯ বছর।
২০১১ সালে আন্না হাজারের দুর্নীতিবিরোধী কর্মসূচিতে যোগ দিয়েছিলেন কেজরিওয়াল। তখন থেকেই কেজরিওয়ালের সমর্থক তোমার পরিবার। আভিয়ানের বাবা রাহুলের প্রত্যাশা, তার সন্তানরাও কেজরিয়ালের সততা, নিষ্ঠা হৃদয়ে ধারণ করে বেড়ে উঠবে।
বিডি প্রতিদিন/ফারজানা