সন্ত্রাসবাদে অর্থ জোগান দেওয়ার দুটি মামলায় পাকিস্তানের জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সাঈদকে দোষী সাব্যস্ত করে সাড়ে পাঁচ বছর কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। একই সঙ্গে তাকে ১৫,০০০ টাকা জরিমানাও করা হয়েছে।
বুধবার লাহোরের সন্ত্রাস দমন আদালতের বিচারপতি আরশাদ হুসেন ভাট্টা এ আদেশ দেন।।
ভারতীয় গণমাধ্যম জি নিউজের খবর, ২০০৮ সালে মুম্বাইয়ে জঙ্গি হামলায় মৃত্যু হয় ১৬৬ জনের। এরপর মুম্বাই হামলার প্রধান কারিগর ও লস্কর-ই-তৈবার প্রতিষ্ঠাতা হাফিজ সাঈদেকে আন্তর্জাতিক জঙ্গির তকমা দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ভারত এ নিয়ে পাকিস্তানকে বহু তথ্য প্রমাণ দিলেও এতদিন কোনও ব্যবস্থা নেয়নি পাকিস্তান সরকার। এর মধ্যে একবার সাঈদকে গৃহবন্দি করেছিল পাকিস্তান প্রশাসন।
গত বছর ওই দুই মামলায় জঙ্গি দমন আদালেত চার্জশিট দেয় পাকিস্তান পুলিশ। শুনানি শুরু হয় ৩০ নভেম্বর। ডিসেম্বর মাসের ১৬ তারিখ থেকে প্রতিদিন শুনানি চলে। সর্বশেষ গত ৬ ফেব্রুয়ারি মামলার শেষ শুনানি হয়।
বিডি-প্রতিদিন/মাহবুব