পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানের পাইলট নিরাপদে বেরিয়ে আসায় হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার প্রদেশটি মারদান জেলার পিরানো কালি এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়ে আগুনে পুড়ে যায়।
দেশটির গণমাধ্যম জানায়, পাক বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান নিয়মিত অনুশীলনের সময় বিধ্বস্ত হয়েছে। বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট বেঁচে গেলেও তিনি আহত হয়েছেন।
এ বিধ্বস্তের ঘটনায় পাক বিমানবাহিনীর সদর দফতর তদন্ত কমিটি গঠন করে। গত জানুয়ারিতেও পাক বিমানবাহিনীর যুদ্ধবিমান এফটি-৭ বিধ্বস্ত হয়ে দুই পাইলটের প্রাণহানি ঘটে।
এর আগে, চলতি মাসের শুরুর দিকে দেশটির পাঞ্জাব প্রদেশের শোরকোট এলাকায় বিমান বাহিনীর যুদ্ধবিমান মিরেজ বিধ্বস্ত হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন