চলতি ২০২০ সালের মাঝামাঝি জাফার-২ স্যাটেলাইট উৎক্ষেপণ করবে ইরান।
দেশটির তথ্য ও প্রযুক্তিমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ আজারি জাহরোমি বুধবার এ কথা জানিয়েছেন।
তিনি জানান, আগামী মে অথবা জুন মাসে সিমোর্গ রকেটে করে জাফার-২ স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে।
জাহরোমি বলেন, জাফার-ওয়ান স্যাটেলাইটের চেয়ে জাফার-২ স্যাটেলাইট আরও উন্নতমানের।
গত রবিবার জাফার-১ স্যাটেলাইট উৎক্ষেপণ করা হলেও সেটি কক্ষপথে স্থাপিত হতে ব্যর্থ হয়।
ইরানি মন্ত্রী জানান, জাফার-২ স্যাটেলাইটের নকশা, নির্মাণ এবং পরীক্ষা এরইমধ্যে শেষ হয়েছে এবং জাফার-১ স্যাটেলাইটের মতোই এর ক্ষমতা তবে জাফার-২ স্যাটেলাইটের ক্যামেরার রেজুলেশন অনেক বেশি।
জাহরোমি জানান, জাফার-১ স্যাটেলাইট কক্ষপথে পৌঁছাতে না পারলেও এর উৎক্ষেপণ ৯৫ ভাগ সফল হয়েছে। সূত্র: প্রেসটিভি
বিডি প্রতিদিন/কালাম